
ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড ২০২৫ সালের জানুয়ারি-মার্চ সময়কালের (Q1) অনিরীক্ষিত আর্থিক বিবরণীতে জানিয়েছে যে, এই সময়ে একত্রিত প্রতি শেয়ারে আয় (EPS) হয়েছে (০.০৭) টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল (১.২০) টাকা। অর্থাৎ আগের বছরের তুলনায় লোকসান কমেছে।
প্রথম প্রান্তিকে একত্রিত নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে ০.৭০ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১.০৫ টাকা।
২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত একত্রিত প্রতি শেয়ারের সম্পদের পরিমাণ (NAV) ছিল (৬৩.০৯) টাকা, যা ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ছিল (৬৩.০২) টাকা। অর্থাৎ এই সময়ে NAV সামান্য হ্রাস পেয়েছে।
প্রধান কারণসমূহ:
- EPS বেড়েছে মূলত:
- অতিরিক্ত ঋণ ও লিজ সংক্রান্ত প্রভিশন ছেড়ে দেওয়া হয়েছে
- আগের খারাপ ঋণ থেকে পুনরুদ্ধার বৃদ্ধি পেয়েছে
- পরিচালন ব্যয় নিয়ন্ত্রণে থাকায় ব্যয় হ্রাস পেয়েছে
- NAV কমেছে মূলত:
- নেট ইন্টারেস্ট ইনকামে হ্রাস
- ফি, কমিশন, ব্রোকারেজ ইত্যাদি আয় কমে গেছে
- অন্যান্য অপারেটিং আয় হ্রাস পেয়েছে
- এতে করে কোম্পানি ১.১৯ কোটি টাকার পরিশোধিত কর পরবর্তী লোকসান করেছে
