
সরকার দেশের পুঁজিবাজারে বহুজাতিক কোম্পানির অংশীদারিত্বমূলক শেয়ার ছাড়ার একটি যুগান্তকারী পরিকল্পনার ঘোষণা দিয়েছে। এই উদ্যোগের মাধ্যমে পুঁজিবাজারে তারল্য ও বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানো হবে বলে আশা করা হচ্ছে।
শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে গত ৩১ জুলাই ২০২৫ তারিখে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন শিল্পসচিব ওবায়দুর রহমান। এতে অংশ নেন সরকারের বিভিন্ন পর্যায়ের নীতি নির্ধারক, আইসিবি ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ইউনিলিভার বাংলাদেশ, সানোফি, রেকিট বেনকিজার, আইপিডিসি ফাইন্যান্সসহ বহু প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
পরিকল্পনা অনুযায়ী, যেসব বহুজাতিক কোম্পানিতে সরকারের এবং বিদেশি অংশীদারদের শেয়ার রয়েছে, সেসব কোম্পানির কমপক্ষে ৫% শেয়ার পুঁজিবাজারে ছাড়ার প্রক্রিয়া শুরু হবে। এতে করে সাধারণ বিনিয়োগকারীদের জন্য মৌলভিত্তি-শক্ত কোম্পানিতে বিনিয়োগের সুযোগ তৈরি হবে এবং বাজার হবে আরও গতিশীল।
বৈঠকে আলোচনা হয় শেয়ার অফলোডিং প্রক্রিয়া সহজ করার উপায় এবং কোম্পানিগুলোর প্রস্তুতির বিষয়ে। শেয়ারগুলো সেকেন্ডারি মার্কেটে তালিকাভুক্ত করার জন্য কীভাবে কার্যকর প্রক্রিয়া চালু করা যায়, সে বিষয়েও বিভিন্ন পরামর্শ উঠে আসে।
