
সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড তাদের ২০২৪ সালের আর্থিক বিবরণীর ভিত্তিতে শেয়ারহোল্ডারদের জন্য ১০% নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এই কোম্পানির বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে, সকাল ১১:০০ টায়, একটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে। শেয়ারহোল্ডারদের কারা এই লভ্যাংশ পাবেন তা নির্ধারণের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ জুলাই ২০২৫।
২০২৪ সালের জন্য কোম্পানির সমন্বিত প্রতি শেয়ারে আয় (EPS) হয়েছে ০.২০ টাকা, প্রতিটি শেয়ারের সম্পদের পরিমাণ (NAV) ছিল ২০.২৪ টাকা এবং নগদ প্রবাহ (NOCFPS) ছিল ১.১৭ টাকা। আগের বছর অর্থাৎ ২০২৩ সালে এই সংখ্যাগুলো ছিল যথাক্রমে ০.৪০ টাকা, ২০.৬২ টাকা এবং (০.৩৫) টাকা।
আজ ২৫ জুন ২০২৫ তারিখে এই ঘোষণার পর কোম্পানিটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো প্রাইস লিমিট থাকছে না।
