
সেনা ইন্স্যুরেন্স পিএলসি’র ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং ১৭ জুন ২০২৫ পর্যন্ত প্রাসঙ্গিক গুণগত তথ্যের ভিত্তিতে, আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (AlphaRating) কোম্পানিটির দীর্ঘমেয়াদী ক্রেডিট রেটিং “AAA” এবং স্বল্পমেয়াদী রেটিং “ST-1” নির্ধারণ করেছে।
এটি কোম্পানির আর্থিক শক্তিমত্তা, ধারাবাহিক কর্মক্ষমতা এবং ঝুঁকি ব্যবস্থাপনায় দক্ষতার একটি প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে। ‘AAA’ রেটিং অর্থাৎ দীর্ঘমেয়াদে সর্বোচ্চ রেটিং, যা ইঙ্গিত করে যে কোম্পানিটি আর্থিকভাবে অত্যন্ত স্থিতিশীল ও নিরাপদ। অপরদিকে, ‘ST-1’ রেটিং কোম্পানির স্বল্পমেয়াদী প্রতিশ্রুতি পূরণে সর্বোচ্চ সক্ষমতার প্রতিফলন ঘটায়।
এই রেটিং কোম্পানিটির ভবিষ্যৎ প্রবৃদ্ধি এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
