
রূপালী ব্যাংক লিমিটেড, দেশের একমাত্র পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, সরকারের অনুকূলে ৪৫.৩৩ কোটি শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা, যার মধ্যে ৫ টাকা প্রিমিয়াম হিসেবে ধরা হয়েছে। এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) নির্দেশনা অনুযায়ী।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর কাছে প্রকাশিত এক তথ্যে ব্যাংক জানায়, এই শেয়ার ইস্যুর জন্য শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে ২৭ আগস্ট ২০২৫ তারিখে বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। এর রেকর্ড তারিখ নির্ধারিত হয়েছে ২১ জুলাই ২০২৫।
শেয়ার ইস্যুর মাধ্যমে সরকারের মালিকানা ৯০.১৯ শতাংশ থেকে বেড়ে ৯৫ শতাংশে পৌঁছাবে। এর আগে, গত বছর মার্চে অর্থ মন্ত্রণালয় সরকারের অনুকূলে এই শেয়ার ইস্যুর অনুমোদন দেয়।
রূপালী ব্যাংকের কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ শাহেদুর রহমান জানান, সরকারের পক্ষ থেকে ব্যাংকটি বিভিন্ন সময়ে মোট ৬৭৯.৯৯ কোটি টাকা ইক্যুইটি সহায়তা পেয়েছে, যা শেয়ার মানি ডিপোজিট হিসেবে ছিল। নিয়ম অনুযায়ী, এই অর্থ শেয়ারে রূপান্তর করতে হবে। ফলে পরিশোধিত মূলধন বাড়লেও নতুন কোনো অর্থ ব্যাংকে প্রবেশ করবে না।
বর্তমানে ব্যাংকের পরিশোধিত মূলধন ৪৮৭.৯৩ কোটি টাকা। নতুন শেয়ার ইস্যুর পর এটি দাঁড়াবে ৯৪১.২৬ কোটি টাকা, যা ব্যাংকের অনুমোদিত মূলধন ৭০০ কোটি টাকার সীমা অতিক্রম করবে। এ কারণে, ব্যাংক ২,৫০০ কোটি টাকায় অনুমোদিত মূলধন বাড়ানোর পরিকল্পনা করেছে।
উল্লেখ্য, ২০২০ সালের ফেব্রুয়ারিতে এফআরসি এক সার্কুলার জারি করে, যাতে শেয়ার মানি ডিপোজিট ছয় মাসের মধ্যে সাধারণ শেয়ারে রূপান্তরের নির্দেশনা দেয়।
এদিকে, ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত ব্যাংকটির প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ১৫,৩৭৫ কোটি টাকা। এই বিশাল ঘাটতির কারণে ২০২৪ সালের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি ব্যাংকের পরিচালনা পর্ষদ।
২০২৪ সালে ব্যাংকের একীভূত কর-পরবর্তী মুনাফা নেমে এসেছে মাত্র ১১.২২ কোটি টাকায়, যা আগের বছরের ৬২.৪৬ কোটি টাকার তুলনায় অনেক কম।
২০২৫ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ব্যাংকটি একীভূত নিট মুনাফা করেছে ৬.৩৪ কোটি টাকা, যেখানে আগের বছরের একই সময়ে মুনাফা ছিল ২২.৯৩ কোটি টাকা।
২০২৪ সালের শেষে ব্যাংকের অমাণিকৃত ঋণ (NPL) ১১৩% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২১,৩৫৭ কোটি টাকায়, যা ব্যাংকের মোট বিতরণকৃত ঋণের ৪১.৬০ শতাংশ।
২৭ আগস্ট ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হবে, যার রেকর্ড তারিখ ১৫ জুলাই নির্ধারণ করা হয়েছে।
আজ শেয়ারবাজারে এ সংবাদে রূপালী ব্যাংকের শেয়ারের দাম ১.১৪% কমে দাঁড়িয়েছে ১৭.৪০ টাকায়।
