
রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকের (Q2) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এপ্রিল-জুন ২০২৫ সময়কালে শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৩.১২ টাকা, যা ২০২৪ সালের একই সময়ের ২.৬৭ টাকার তুলনায় বৃদ্ধি পেয়েছে।
জানুয়ারি থেকে জুন ২০২৫ সময়কালের জন্য EPS দাঁড়িয়েছে ৫.৩৯ টাকা, যেখানে আগের বছরের একই সময়ে ছিল ৪.৬৩ টাকা।
নিট অপারেটিং ক্যাশ ফ্লো প্রতি শেয়ার (NOCFPS) হয়েছে ১৬.৭৪ টাকা, যা আগের বছরের ১০.৩১ টাকার তুলনায় বেশি।
৩০ জুন ২০২৫ তারিখে শেয়ারপ্রতি সম্পদের মূল্য (NAV) হয়েছে ৭১.০০ টাকা, যেখানে ৩১ ডিসেম্বর ২০২৪-এ ছিল ৬৯.৫৯ টাকা।
EPS বৃদ্ধির পেছনে রয়েছে প্রিমিয়াম ও বিনিয়োগ আয়ের বৃদ্ধি। NOCFPS বাড়ার কারণ হলো প্রিমিয়াম আদায় বৃদ্ধি এবং পরবর্তী প্রান্তিকে ধাপে ধাপে রিইনশিওরেন্স পেমেন্টের কার্যক্রম। NAV বৃদ্ধি মূলত সংরক্ষিত আয়ের বৃদ্ধি থেকেই হয়েছে।
