
মারকেন্টাইল ব্যাংক লিমিটেড তাদের ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। উক্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ০.৯৮ টাকা, যা আগের বছরের একই সময়ের (২০২৪ সালের এপ্রিল-জুন) ১.২৫ টাকার তুলনায় কম।
২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সম্মিলিত EPS হয়েছে ১.৮২ টাকা, যেখানে আগের বছরের একই সময়ে ছিল ১.৯৮ টাকা। সম্মিলিত নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার (NOCFPS) হয়েছে ৩.৬০ টাকা, যা আগের বছরের একই সময়ের ৭.৯৩ টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদের পরিমাণ (NAV) ছিল ২৫.১১ টাকা, যা ২০২৪ সালের ৩১ ডিসেম্বর ছিল ২৩.৭৫ টাকা।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, EPS হ্রাস পাওয়ার প্রধান কারণ হলো প্রভিশনের আগে মুনাফা কমে যাওয়া এবং NOCFPS কমে যাওয়ার কারণ হলো নেট অপারেটিং কার্যক্রম থেকে প্রাপ্ত নগদ প্রবাহ হ্রাস।
