
মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড জানুয়ারি থেকে মার্চ ২০২৫ সময়কালের (Q1) অনিরীক্ষিত জীবন বীমা রাজস্ব হিসাব (Life Revenue Account) প্রকাশ করেছে। উক্ত সময়ে কোম্পানির মোট ব্যয় ও দাবির পরিমাণ আয়ের চেয়ে বেশি হওয়ায় ৭৮১.০১ মিলিয়ন টাকার ঘাটতি (deficit) হয়েছে।
তবে আগের বছরের একই সময়ে (জানুয়ারি-মার্চ ২০২৪) এই ঘাটতির পরিমাণ ছিল ৯৭৪.৯০ মিলিয়ন টাকা। অর্থাৎ কোম্পানির ঘাটতি কিছুটা কমেছে, যা ব্যবস্থাপনাগত দিক থেকে কিছুটা স্বস্তির ইঙ্গিত দেয়।
৩১ মার্চ ২০২৫ পর্যন্ত কোম্পানির লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ১৫,২৭৩.০১ মিলিয়ন টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৫,৭৭৬.০৪ মিলিয়ন টাকা। ফলে লাইফ ফান্ডে নেটভাবে ৫০৩.০৩ মিলিয়ন টাকার হ্রাস ঘটেছে।
এই প্রতিবেদন থেকে বোঝা যায়, যদিও কোম্পানির ব্যয় ব্যবস্থাপনায় কিছুটা অগ্রগতি হয়েছে, তবে এখনও তা আয়ের তুলনায় বেশি এবং দীর্ঘমেয়াদে কোম্পানির ফান্ড ব্যালেন্সে নেতিবাচক প্রভাব ফেলছে।
