
মারিকো বাংলাদেশ লিমিটেড ২০২৫ সালের প্রথম প্রান্তিকের (Q1) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এপ্রিল-জুন ২০২৫ সময়কালের জন্য কোম্পানির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৬১.৭৭ টাকা, যেখানে আগের বছরের একই সময়ে ছিল ৫৪.৭৮ টাকা।
এই সময়ে শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (NOCFPS) দাঁড়িয়েছে ৬৬.৭৩ টাকা, যা ২০২৪ সালের এপ্রিল-জুন সময়ে ছিল মাত্র ৩.১৮ টাকা।
২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত শেয়ারপ্রতি সম্পদ মূল্য (NAV) হয়েছে ১০৫.৯০ টাকা, যেখানে ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত ছিল ২৩৯.১৩ টাকা।
EPS বৃদ্ধির পেছনে রয়েছে আয় বৃদ্ধির পাশাপাশি পরিচালন খরচ নিয়ন্ত্রণে রাখার কৌশল। এছাড়া, NOCFPS উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে গ্রাহকদের কাছ থেকে আদায় বাড়া ও প্রান্তিক সময়ে সরবরাহকারীদের অর্থপ্রদান হ্রাস পাওয়ায়।
তবে প্রথম প্রান্তিক শেষে NAV কমে যাওয়ার কারণ হিসেবে জানানো হয়েছে, ২০২৪-২৫ অর্থবছরের জন্য ঘোষিত চূড়ান্ত লভ্যাংশ।
