
গ্লোবাল ইসলামি ব্যাংক লিমিটেড (Global Islami Bank Limited – GIB) ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। ব্যাংকটির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে।
১২তম বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হবে ২১ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১১:০০টায়, হাইব্রিড পদ্ধতিতে। শারীরিকভাবে অংশগ্রহণের স্থান নির্ধারিত হয়েছে: কুর্মিটোলা গলফ ক্লাব, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা। এজিএমের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ জুলাই ২০২৫।
অর্থনৈতিক পারফরম্যান্স (২০২৪)
- প্রতি শেয়ারে লোকসান (EPS): Tk. (12.62)
- প্রতি শেয়ারের নিট সম্পদ মূল্য (NAV): Tk. (21.77)
- নগদ প্রবাহ প্রতি শেয়ার (NOCFPS): Tk. 4.75
তুলনামূলকভাবে, ২০২৩ সালে এই পরিসংখ্যানগুলো ছিল:
- EPS: Tk. (21.79)
- NAV: Tk. (9.14)
- NOCFPS: Tk. (0.16)
এ থেকে বোঝা যায় যে কোম্পানিটি লোকসানের পরিমাণ কমিয়েছে এবং নগদ প্রবাহে উন্নতি করতে পেরেছে, যদিও এখনো সামগ্রিকভাবে নেতিবাচক পরিস্থিতিতে রয়েছে।
শেয়ার লেনদেনে গুরুত্বপূর্ণ তথ্য:
আজ (১০ জুলাই ২০২৫) শেয়ারের লেনদেনের ওপর কোনো মূল্যসীমা (Price Limit) প্রযোজ্য হবে না এই ঘোষণা দেওয়ার পরিপ্রেক্ষিতে।
