
গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদেরকে ১০% নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে, যা কোম্পানির ২৫তম বার্ষিক সাধারণ সভা (AGM) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের ওপর নির্ভরশীল।
কোম্পানির AGM অনুষ্ঠিত হবে ২৫ আগস্ট ২০২৫ তারিখে, সকাল ১১:০০টায়। সভা হবে ঢাকার পুরানা পল্টনের “ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টস”-এর ব্যাংকুয়েট হলে, যেখানে শারীরিকভাবে উপস্থিত হয়ে অথবা ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে অংশ নেওয়া যাবে। সভায় যোগদানের লিঙ্ক পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। লভ্যাংশের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ জুলাই ২০২৫।
২০২৪ সালে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ১.৫৮ টাকা, সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAV) দাঁড়িয়েছে ১৪.৫৪ টাকা এবং সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে ০.২৬ টাকা। আগের বছর ২০২৩ সালে এই সংখ্যা ছিল যথাক্রমে ১.৩৮ টাকা, ১৩.৯৬ টাকা এবং ০.৬৮ টাকা।
আজ (০৮ জুলাই ২০২৫) কোম্পানির কর্পোরেট ঘোষণার পর এর শেয়ার লেনদেনে কোনো দাম সীমা প্রযোজ্য থাকবে না।
