
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড জানুয়ারি থেকে মার্চ ২০২৫ সময়কালের (Q1) জীবন বীমা রাজস্ব হিসাব (Life Revenue Account) অনুযায়ী জানিয়েছে, এই প্রান্তিকে কোম্পানির মোট আয় ব্যয় ও দাবি বাবদ খরচের তুলনায় বেশি হয়েছে। এতে করে মোট ২.৮৫ কোটি টাকার উদ্বৃত্ত (surplus) অর্জিত হয়েছে।
অন্যদিকে, আগের বছরের একই সময়ে (জানুয়ারি-মার্চ ২০২৪) কোম্পানির মোট ব্যয় ও দাবি বাবদ খরচ ছিল মোট আয়ের চেয়ে বেশি, ফলে ৬.০৯ মিলিয়ন টাকার ঘাটতি (deficit) হয়েছিল।
২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানির লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৬৬৬.৪৮ মিলিয়ন টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫৭৯.০৬ মিলিয়ন টাকা। অর্থাৎ, এক বছরে নেট ফান্ডে ৮৭.৪২ মিলিয়ন টাকার বৃদ্ধি ঘটেছে।
এই তথ্যগুলো চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের আর্থিক স্থিতিশীলতা এবং প্রাথমিক প্রান্তিক ব্যবস্থাপনার সাফল্যের ইঙ্গিত দেয়।
