
বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড (BDFINANCE) ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। উক্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ০.০৭ টাকা, যা ২০২৪ সালের একই সময়ে ছিল ০.১৩ টাকা।
২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সম্মিলিত EPS হয়েছে ০.১২ টাকা, যেখানে আগের বছরের একই সময়ে ছিল ০.৩৩ টাকা। কোম্পানিটির সম্মিলিত নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার (NOCFPS) হয়েছে ঋণাত্মক ০.১৬ টাকা, যেখানে ২০২৪ সালের জানুয়ারি-জুন সময়ে ছিল ০.৫৪ টাকা।
২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত শেয়ারপ্রতি নিট সম্পদের পরিমাণ (NAV) দাঁড়িয়েছে ঋণাত্মক ২৯.৯২ টাকা, যা ২০২৪ সালের ৩১ ডিসেম্বর ছিল ঋণাত্মক ৩০.০৫ টাকা।
EPS কমে যাওয়ার কারণ হিসেবে কোম্পানিটি উল্লেখ করেছে যে, চলতি প্রান্তিকে নিট সুদ আয় ও বিনিয়োগ থেকে আয় হ্রাস পেয়েছে। একইসাথে, NOCFPS হ্রাসের পেছনে রয়েছে সুদ প্রাপ্তি হ্রাস, বিনিয়োগ আয়ে পতন এবং ঋণ পরিশোধের পরিমাণ বৃদ্ধি।
