
আদিল চৌধুরী ৭ জুলাই ২০২৫ তারিখে ন্যাশনাল ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (MD) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। দেশি-বিদেশি ব্যাংকিং খাতে ২৫ বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন আদিল চৌধুরী নেতৃত্ব, রূপান্তরধর্মী উদ্যোগ এবং টেকসই প্রবৃদ্ধির প্রতি তার অঙ্গীকারের জন্য সুপরিচিত।
বাংলাদেশি মালিকানাধীন প্রথম বেসরকারি ব্যাংক হিসেবে ন্যাশনাল ব্যাংক এখন একটি গুরুত্বপূর্ণ রূপান্তরের পথে। আদিল চৌধুরীর নেতৃত্বে ব্যাংকটি আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার পাশাপাশি জনআস্থা পুনঃপ্রতিষ্ঠায় কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
নেতৃত্বে নৈতিকতা, দক্ষতা ও কর্মীবান্ধবতা
বাংলাদেশের ব্যাংকিং খাতে সুপরিচিত এই পেশাজীবী কর্মক্ষেত্রে জবাবদিহিতা, কর্ম-জীবনের ভারসাম্য এবং উচ্চ পারফরম্যান্সকে পুরস্কৃত করার সংস্কৃতিতে বিশ্বাস করেন।
পূর্ব অভিজ্ঞতা
ন্যাশনাল ব্যাংকে যোগদানের আগে তিনি ব্যাংক এশিয়া পিএলসি’র প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন, যেখানে তার নেতৃত্বে ব্যাংকটি রেকর্ড লাভ অর্জন এবং ডিজিটাল ব্যাংকিংয়ে ব্যাপক প্রসার লাভ করে।
তিনি প্রায় ১৫ বছর এশিয়া-প্যাসিফিক ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংকে শীর্ষ পদে কাজ করেছেন। স্কোশিয়া ব্যাংকের হংকং ও সিঙ্গাপুর শাখায় কৌশলগত উদ্যোগ পরিচালনার পাশাপাশি বাংলাদেশে ব্যাংকটির ট্রেজারি বিভাগ প্রতিষ্ঠা করেন।
তিনি $৯ বিলিয়ন ডলারের ফান্ডিং বুক পরিচালনার পাশাপাশি বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক ও সরকারি বিনিয়োগ সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন, যা তাকে ঝুঁকি ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ কাঠামোয় বিশেষ দক্ষতা দিয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
তিনি ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিন থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে (VLSI ডিজাইন) স্নাতক এবং কানাডার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিওর রিচার্ড আইভি স্কুল অব বিজনেস থেকে এমবিএ সম্পন্ন করেছেন। এছাড়া আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন সার্টিফিকেশনও রয়েছে তার ঝুলিতে।
আদিল চৌধুরীর এই নিয়োগ ন্যাশনাল ব্যাংক পিএলসি’র জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
