Friday, December 19, 2025
প্রথম পাতাঅর্থনীতি"বাংলাদেশ প্রস্তুত নয়", রপ্তানি খাতে সরকারের ব্যর্থতা বলছেন উদ্যোক্তারা

“বাংলাদেশ প্রস্তুত নয়”, রপ্তানি খাতে সরকারের ব্যর্থতা বলছেন উদ্যোক্তারা

"বাংলাদেশ প্রস্তুত নয়", রপ্তানি খাতে সরকারের ব্যর্থতা বলছেন উদ্যোক্তারা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ঘোষিত ৩৫% শুল্ক বাংলাদেশের রপ্তানি খাতের জন্য মারাত্মক বিপর্যয় বয়ে আনবে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদ ও শিল্পপতিরা।

বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (BGMEA) সাবেক সভাপতি রুবানা হক বলেন, “ভিয়েতনাম যখন ২০% শুল্কে রপ্তানি করছে, তখন আমাদের ৩৫% দিতে হবে—এটা আমাদের জন্য ধ্বংসাত্মক হবে।”

তিনি আরও বলেন, “আমরা জানিও না সরকারের পক্ষ থেকে কোনো আলোচনার চেষ্টা হয়েছে কি না। তবে আগস্ট পর্যন্ত সময় আছে, এ সময়ের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব।”

একজন শীর্ষস্থানীয় গার্মেন্টস রপ্তানিকারক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সরকারের হাতে তিন মাস সময় ছিল। এই সময়ে কোনো সাফল্যজনক আলোচনা না করতে পারা একটি বড় ব্যর্থতা।”

শুল্কে প্রতিযোগিতার হুমকি: ফাহমিদা খাতুন

CPD-এর নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, “৩৫% শুল্ক বাংলাদেশের বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতাকে হুমকির মুখে ফেলবে। এমন উচ্চ শুল্ক কাঠামোর মধ্যে রপ্তানি ব্যবসা পরিচালনা করা অত্যন্ত চ্যালেঞ্জিং হবে।”

তিনি জানান, এর প্রভাব শুধু পোশাকশিল্পেই নয়, এর সঙ্গে সম্পৃক্ত ব্যাংক, বীমা ও বাণিজ্য খাতেও ছড়িয়ে পড়বে।

RMG খাত বড় চাপে পড়বে: আসিফ ইব্রাহিম

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আসিফ ইব্রাহিম বলেন, “যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজারগুলোর একটি। এখনকার মতো কোনও মুক্ত বাণিজ্য চুক্তি না থাকায় এমনিতেই প্রতিযোগিতা তীব্র, এর মধ্যে ৩৫% শুল্ক আমাদের প্রতিযোগিতা সক্ষমতা কমিয়ে দেবে।”

কঠিন আঘাত: সেলিম রায়হান

সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, “এই শুল্কের বোঝা প্রধানত পোশাক প্রস্তুতকারক ও তাদের কর্মীদের উপর পড়বে, যাদের অধিকাংশই নারী এবং পরিবারের একমাত্র আয়ের উৎস।”

তিনি এটিকে “দ্রুত প্রবৃদ্ধির মন্থরতা, কর্মসংস্থান হ্রাস এবং দারিদ্র্যের ঝুঁকি বৃদ্ধির” হুমকি হিসেবে উল্লেখ করেন।

সরকার ব্যর্থ: আসিফ আশরাফ

উর্মি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসিফ আশরাফ বলেন, “সরকার এই ইস্যুতে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। BGMEA-এর মত সংস্থার সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি।”

মূল্য প্রতিযোগিতার চাপ থাকবে: এম এ জব্বার

DBL গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার বলেন, “ভিয়েতনাম বা চীন যেসব পণ্য তৈরি করে না, তা বাংলাদেশ করে। তাই সব অর্ডার সরিয়ে নেওয়া সম্ভব না হলেও ৯% মূল্য পার্থক্যের কারণে মার্কিন বাজারে আমরা চাপে পড়ব।”

সব হারাব না: এবিএম শামসুদ্দিন

হানান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবিএম শামসুদ্দিন বলেন, “ভিয়েতনাম ও ভারত এখনই অতিরিক্ত অর্ডার নিতে প্রস্তুত না, তাই বিশাল ক্ষতি হবে না। তবে দামের ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকবে।”

আরো একটি গুরুত্বপূর্ণ সংবাদ।

স্টকনাউ/

আরও পড়ুন

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সর্বশেষ মন্তব্য সমূহ