
বাংলাদেশের অর্থনীতি ২০২৪–২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ) সময়ে ৪.৮৬% হারে প্রবৃদ্ধি অর্জন করেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) আজ এই প্রাথমিক হিসাব প্রকাশ করেছে। গত বছরের একই সময়ে প্রবৃদ্ধি ছিল ৪.৬২%।
এই প্রান্তিকে শিল্প ও সেবা খাতের দৃঢ় প্রবৃদ্ধির কারণেই অর্থনীতির গতি কিছুটা বেড়েছে।
২০২৪–২৫ অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ১.৯৬% ও ৪.৪৮%, যেখানে আগের অর্থবছরে তা ছিল ৫.৮৭% ও ৪.৪৭%। অর্থাৎ, চলতি অর্থবছরের প্রথম নয় মাস মিলিয়ে মোট প্রবৃদ্ধি হয়েছে ৩.৮১%, যা আগের বছরের তুলনায় কিছুটা কম।
চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে দেশের অর্থনীতির আকার দাঁড়িয়েছে ১৪.২০ লাখ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ১২.৬৭ লাখ কোটি টাকা (নামমাত্র মূল্যে)।
খাতভিত্তিক বিশ্লেষণ:
- শিল্প খাত: এই খাতে প্রবৃদ্ধি হয়েছে ৬.৯১%, যা আগের বছরের ৪.৫৫% থেকে উল্লেখযোগ্যভাবে বেশি।
- সেবা খাত: সেবা খাত ৫.৮৮% হারে সম্প্রসারিত হয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল ৪.৩১%।
- কৃষি খাত: কৃষিতে প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ২.৪২%, যেখানে গত বছর ছিল ৪.০২%।
বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, “শিল্প খাতে প্রবৃদ্ধি রপ্তানি বৃদ্ধির কারণে হয়েছে। যুক্তরাষ্ট্রে সম্ভাব্য ট্যারিফ পরিবর্তনের আশঙ্কায় অনেক প্রতিষ্ঠান আগাম অর্ডার দিয়েছে।”
তিনি আরও বলেন, “সেবা খাতে রাজনৈতিক অস্থিরতা থাকা সত্ত্বেও ভালো প্রবৃদ্ধি হয়েছে, যা শিল্প ও কৃষি খাতের চাহিদা থেকে উদ্ভূত। পরিবহন, শিক্ষা ও অন্যান্য সহায়ক খাতে উন্নতি হয়েছে।”
