Friday, December 19, 2025
প্রথম পাতাঅর্থনীতিবিনিয়োগকারীর অব্যবহৃত অর্থের সুদে ব্রোকারদের অধিক হারে ভাগ

বিনিয়োগকারীর অব্যবহৃত অর্থের সুদে ব্রোকারদের অধিক হারে ভাগ

বিনিয়োগকারীর অব্যবহৃত অর্থের সুদে ব্রোকারদের অধিক হারে ভাগ

বিনিয়োগকারীদের অব্যবহৃত অর্থ রাখা Consolidated Customers’ Account থেকে অর্জিত সুদের ৭৫% এখন থেকে ব্রোকারেজ হাউজগুলো রাখতে পারবে, এবং বাকি ২৫% জমা দিতে হবে Investors’ Protection Fund-এ—যা বিনিয়োগকারীদের সুরক্ষায় ব্যবহৃত হবে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC) আজ (২৭ মে) অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Consolidated Customers’ Account হলো একটি পৃথক ব্যাংক হিসাব, যেখানে ব্রোকাররা বিনিয়োগকারীদের BO (Beneficiary Owner) অ্যাকাউন্টে থাকা অব্যবহৃত অর্থ রাখেন। আগে এই সুদের সম্পূর্ণ অংশ ব্রোকারেজ হাউজগুলো তাদের আয় হিসেবে ব্যবহার করতে পারত। তবে শিবলী রুবায়েত-উল-ইসলাম নেতৃত্বাধীন কমিশন ২০২০ সালে এক নির্দেশনার মাধ্যমে সিদ্ধান্ত দেয় যে, এই সুদের অর্থ বিনিয়োগকারীদের মাঝে বিতরণ করতে হবে।

এক শীর্ষ ব্রোকার TBS-কে বলেন, “২০২০ সালের সিদ্ধান্তটি বাজার মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা না করেই নেওয়া হয়েছিল। তবে এবার অন্তত ৭৫% রাখার সুযোগ থাকছে, যা ব্রোকারদের জন্য কিছুটা স্বস্তির।”

আরো একটি গুরুত্বপূর্ণ সংবাদ।

স্টকনাউ/

আরও পড়ুন

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সর্বশেষ মন্তব্য সমূহ