
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (CPA) নিশ্চিত করেছে যে, আগামী ৭ জুলাই থেকে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)—বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত একটি প্রতিষ্ঠান—নতুন মুরিং কনটেইনার টার্মিনালের পরিচালনার দায়িত্ব নিচ্ছে। গত ১৭ বছর ধরে টার্মিনালটি পরিচালনা করে আসছিল বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক।
বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, ৬ জুলাই চূড়ান্ত চুক্তির মাধ্যমে দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে। এরপর ৭ জুলাই থেকে সিডিডিএল সরাসরি ক্রয় পদ্ধতিতে (Direct Procurement Method) মন্ত্রণালয়ের নির্দেশে টার্মিনাল পরিচালনা শুরু করবে।
তিনি আরও বলেন, “বর্তমানে টার্মিনালে কর্মরত শ্রমিকরা নতুন ব্যবস্থাপনাতেও কাজ চালিয়ে যাবেন এবং তারা চিটাগাং ড্রাই ডকের অধীনে থাকবে।”
এর আগে ১৮ জুন নৌপরিবহন মন্ত্রণালয় জানায়, সাইফ পাওয়ারটেকের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর (৬ জুলাই), এটি আর নবায়ন করা হবে না এবং টার্মিনালটি বন্দর কর্তৃপক্ষের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হবে।
২ জুলাই, মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, “নৌবাহিনী বিদ্যমান জনবল ব্যবহার করেই টার্মিনাল পরিচালনা করবে এবং একটি কমিটি, যার নেতৃত্বে থাকবেন নৌবাহিনীর একজন কমান্ডার, তারা পরিচালনা কার্যক্রম তদারকি করবেন। প্রয়োজনে আগের অপারেটর সাইফ পাওয়ারটেকের সহায়তাও নেওয়া হতে পারে।”
সাইফ পাওয়ারটেক জানায়, তারা টার্মিনালে প্রায় ৩,৮০০ কর্মী নিয়োজিত রেখেছে এবং সকল কর্মী নতুন ব্যবস্থাপনাতেও সহযোগিতা করে যাবেন।
নতুন মুরিং টার্মিনাল চট্টগ্রাম বন্দরের অন্যতম গুরুত্বপূর্ণ টার্মিনাল, যার বার্ষিক ধারণক্ষমতা ১১ লাখ TEU (Twenty-foot Equivalent Unit), তবে বর্তমানে তা ব্যবহার করে প্রায় ১৩ লাখ TEU পরিচালনা করা হচ্ছে। এতে রয়েছে চারটি জেটি যেখানে একসঙ্গে চারটি কনটেইনার জাহাজ নোঙর করতে পারে, এবং এটি প্রতিবছর বন্দর কর্তৃপক্ষের জন্য প্রায় ১,০০০ কোটি টাকার রাজস্ব আয় করে।
