
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকের (Q2) সম্মিলিত (Consolidated) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এপ্রিল-জুন ২০২৫ সময়কালে সম্মিলিত শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ০.৭৮ টাকা, যা ২০২৪ সালের একই সময়ে ছিল ০.৭৬ টাকা।
তবে জানুয়ারি-জুন ২০২৫ ছয় মাসে সম্মিলিত EPS কমে হয়েছে ০.৮৩ টাকা, যেখানে আগের বছর একই সময়ে ছিল ০.৯৮ টাকা।
একই সময়ে সম্মিলিত নিট অপারেটিং ক্যাশ ফ্লো প্রতি শেয়ার (NOCFPS) দাঁড়িয়েছে ১৫.৮৯ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৪.৭৫ টাকা।
৩০ জুন ২০২৫ তারিখে শেয়ারপ্রতি সম্মিলিত নিট সম্পদের পরিমাণ (NAV) দাঁড়িয়েছে ২১.৪৫ টাকা, যেখানে ৩০ জুন ২০২৪ তারিখে ছিল ২১.০৯ টাকা।
ব্যাংক জানিয়েছে, চলতি প্রান্তিকে EPS হ্রাসের কারণ হলো আমানত ও ঋণের বিপরীতে পরিশোধিত মুনাফা এবং পরিচালন ব্যয় বৃদ্ধি। অন্যদিকে, NOCFPS বৃদ্ধির কারণ হলো গ্রাহকদের (ব্যাংক ব্যতীত) থেকে আমানত বৃদ্ধি এবং অন্যান্য ব্যাংকে প্লেসমেন্ট হ্রাস পাওয়া।
