
সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকের (Q2) অনিরীক্ষিত সমন্বিত জীবন রাজস্ব হিসাব (Consolidated Life Revenue Account) প্রকাশ করেছে। এপ্রিল-জুন ২০২৫ সময়কালে কোম্পানির মোট আয় অপেক্ষা মোট ব্যয় (দাবিসহ) বেশি ছিল ৬০.৪৬ মিলিয়ন টাকা, যেখানে ২০২৪ সালের একই সময়ে এই ঘাটতির পরিমাণ ছিল ১৬৯.১০ মিলিয়ন টাকা।
জানুয়ারি-জুন ২০২৫ সময়কালে মোট ঘাটতি ছিল ২৬৮.১৩ মিলিয়ন টাকা, যা ২০২৪ সালের একই সময়ে ছিল ৪২৬.৯৬ মিলিয়ন টাকা।
২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত জীবন বীমা ফান্ডের ব্যালেন্স দাঁড়িয়েছে ৬,৬৭৩.৭৪ মিলিয়ন টাকা, যা ২০২৪ সালের একই তারিখে ছিল ৬,৭৭৬.৮৬ মিলিয়ন টাকা। ফলে নিটভাবে ফান্ডে ১০৩.১২ মিলিয়ন টাকার হ্রাস দেখা গেছে।
