
রূপালী ব্যাংক লিমিটেড ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন) এর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। উক্ত সময়ে কোম্পানিটির সম্মিলিত শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ০.০৭ টাকা, যা ২০২৪ সালের একই সময়ে ছিল ০.৪২ টাকা (রিস্টেটেড)। জানুয়ারি-জুন ২০২৫ সময়কালের জন্য সম্মিলিত EPS হয়েছে ০.২০ টাকা, যেখানে ২০২৪ সালে ছিল ০.৮৯ টাকা (রিস্টেটেড)।
দ্বিতীয় প্রান্তিকে হ্রাসকৃত মুনাফার কারণ হিসেবে কোম্পানি উল্লেখ করেছে, এই সময়ে মোট পরিচালন আয় হ্রাস পেয়েছে।
তবে সম্মিলিত নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার (NOCFPS) উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়ে ২০২৫ সালের জানুয়ারি-জুন সময়ে হয়েছে ১৩৯.১১ টাকা, যেখানে আগের বছর একই সময়ে ছিল মাত্র ৩.৬৯ টাকা (রিস্টেটেড)। এই প্রবৃদ্ধির পেছনে মূল কারণ ছিল আমানত বৃদ্ধি।
৩০ জুন ২০২৫ পর্যন্ত সম্মিলিত নিট সম্পদের পরিমাণ (NAV) প্রতি শেয়ার হয়েছে ৩৫.১৯ টাকা, যা ৩১ ডিসেম্বর ২০২৪-এ ছিল ৩৪.৯৭ টাকা (রিস্টেটেড)।
ডাইলুটেড ভিত্তিতে (শেয়ার মানি ডিপোজিট বিবেচনায়) EPS ও NAV ছিল নিম্নরূপ:
- এপ্রিল-জুন ২০২৫: EPS – ০.০৩ টাকা, আগের বছর ছিল ০.১৮ টাকা
- জানুয়ারি-জুন ২০২৫: EPS – ০.০৯ টাকা, আগের বছর ছিল ০.৩৭ টাকা
- NOCFPS – ৫৮.১২ টাকা, আগের বছর ছিল ১.৫৪ টাকা
- NAV – ১৪.৭০ টাকা, আগের বছর ছিল ১৪.৬১ টাকা
