Friday, December 19, 2025
প্রথম পাতাঅর্থনীতিসঞ্চয়পত্রের সুদের হার কমালো সরকার

সঞ্চয়পত্রের সুদের হার কমালো সরকার

সঞ্চয়পত্রের সুদের হার কমালো সরকার

অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, সঞ্চয়পত্রের সুদের হার কমানো হয়েছে। ছয় মাস পর আবারও সুদের হার হ্রাসের এই সিদ্ধান্ত এসেছে বাজারভিত্তিক সুদহার ব্যবস্থার অংশ হিসেবে। নতুন এই হারে ১ জুলাই ২০২৫ থেকে ইস্যুকৃত সঞ্চয়পত্রের ওপর প্রযোজ্য হবে। তবে ১ জুলাইয়ের আগে ইস্যুকৃত সঞ্চয়পত্রের জন্য পূর্বের হারই বহাল থাকবে পুরো মেয়াদে। পুনঃবিনিয়োগের ক্ষেত্রে কার্যকর হবে বিনিয়োগের তারিখে প্রযোজ্য হার।

নতুন হারে পাঁচ বছরের বাংলাদেশ সঞ্চয়পত্রে ৭.৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে সুদহার হবে ১১.৮৩ শতাংশ, যা পূর্বে ছিল ১২.৪০ শতাংশ। ৭.৫ লাখ টাকার বেশি বিনিয়োগে হার হবে ১১.৮০ শতাংশ, আগে যা ছিল ১২.৩৭ শতাংশ।

তিন মাস মেয়াদি মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে ৭.৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে নতুন সুদহার ১১.৮২ শতাংশ, পূর্বে ছিল ১২.৩০ শতাংশ। এর বেশি বিনিয়োগে হার হবে ১১.৭৭ শতাংশ, যা পূর্বে ছিল ১২.২৫ শতাংশ।

পেনশনার সঞ্চয়পত্রে ৭.৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে সুদহার ১১.৯৮ শতাংশ করা হয়েছে, আগে ছিল ১২.৫৫ শতাংশ। ৭.৫ লাখ টাকার বেশি বিনিয়োগে এই হার হবে ১১.৮০ শতাংশ, যা পূর্বে ছিল ১২.৩৭ শতাংশ।

ফ্যামিলি সেভিংস সার্টিফিকেটে ৭.৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে সুদহার হবে ১১.৯৩ শতাংশ, যা পূর্বে ছিল ১২.৫০ শতাংশ। এর বেশি বিনিয়োগে হার হবে ১১.৮০ শতাংশ, পূর্বে যা ছিল ১২.৩৭ শতাংশ।

ডাকঘর সঞ্চয়পত্রের ক্ষেত্রে ৭.৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে নতুন হার হবে ১১.৮২ শতাংশ, পূর্বে ছিল ১২.৩০ শতাংশ। ৭.৫ লাখ টাকার বেশি বিনিয়োগে এই হার হবে ১১.৭৭ শতাংশ, আগে যা ছিল ১২.২৫ শতাংশ।

তবে ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাবের সুদহার অপরিবর্তিত রাখা হয়েছে।

আরো একটি গুরুত্বপূর্ণ সংবাদ।

স্টকনাউ/

আরও পড়ুন

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সর্বশেষ মন্তব্য সমূহ