
২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ—এই তিন মাসে ASIAINS কোম্পানির আয় কিছুটা বেড়েছে।
এই সময়ে কোম্পানিটি প্রতি শেয়ারে ০.৪০ টাকা লাভ করেছে, যেখানে গত বছর একই সময়ে এই লাভ ছিল ০.৩৭ টাকা। এটাকে বলা হয় EPS (Earnings Per Share)—মানে প্রতি শেয়ারে কোম্পানির লাভ কতো হয়েছে।
এছাড়া কোম্পানির নগদ টাকার প্রবাহ, অর্থাৎ টাকাপয়সা হাতের কাছে থাকা—তাতেও উন্নতি হয়েছে। এবার এই তিন মাসে নগদ প্রবাহ ছিল ০.৩৯ টাকা, যেখানে গত বছর ছিল মাত্র ০.০৪ টাকা।
আর কোম্পানির সম্পদের মোট মূল্য, মানে সব মিলিয়ে প্রতিটি শেয়ারের ভিত্তিতে কোম্পানি কতো টাকার মালিক—তা ছিল ৩১ মার্চ ২০২৫ তারিখে ২৯.৮৭ টাকা, যা গত বছরের ডিসেম্বর শেষে ছিল ২৯.৬৩ টাকা।
এই ছোটখাটো উন্নতি দেখাচ্ছে যে ASIAINS ধীরে ধীরে আর্থিকভাবে ভালো করছে, তবে বড় লাভ বা বড় পরিবর্তন এখনো হয়নি।
